উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: ধারাবাহিক সাফল্য অব্যাহত জয়নগর থানার পুলিশের। জয়নগর থানার পুলিশের তৎপরতায় ডাকাতির আগেই ধৃত তিন জন।
পুলিশ সূত্রে জানা গেল, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার আইসি পার্থসারথি পালের নির্দেশে পুলিশের বিশেষ টিম জয়নগর থানার দক্ষিণ বারাশত এলাকা থেকে সন্দেহজনক ভাবে জড়ো হওয়া তিনজনকে প্রথমে আটক করে জিজ্ঞেসাবাদ করে ও পরে তাদেরকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে।
গ্রেফতার হওয়া তিনজন হল সনাতন মণ্ডল, বাড়ি জয়নগর থানার বানেশ্বরপুর এলাকায়, কবীর সেখ ও আসরাফ সেখ,দুজনেরই বাড়ি জয়নগর থানার ঘোষের বাগান এলাকায়। ধৃতদেরকে রবিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।
Be First to Comment