অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, জলপাইগুড়ি: বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। প্রাণ বাঁচাতে অনুপ্রবেশের চেষ্টা ভারতে। জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ি জিপি-র ধরধরা পাড়ার ঘটনা। সীমান্তের ও পারেই বাংলাদেশিদের আটকে দিয়েছে বিএসএফ।
গত রবিবার বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে সোমবার থেকে কড়া নিরাপত্তা বিএসএফের। প্রাথমিক পর্যায়ে অনুপ্রবেশ আটকানোই মূল উদ্দেশ্য সীমান্ত রক্ষী বাহিনীর।
বুধবার ওই এলাকায়, ও পারে প্রায় হাজার খানেক বাসিন্দা জড়ো হয়ে যান। এ পারে আশ্রয় প্রার্থনা করছেন ‘শঙ্কিত’ বাংলাদেশিরা। জানা গিয়েছে, ও দেশের পঞ্চগড় জেলার বানিয়া পাড়া, চূড়াপুঁটি -সহ পাঁচটি গ্রামের বাসিন্দারা এ দেশে ঢোকার চেষ্টা করেন। বিএসএফ-কে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ জানান তাঁরা।

বিএসএফ সূত্রে খবর, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে। সীমান্তে বাড়তি পাহারার বন্দোবস্ত করা হয়েছে। অতিরিক্ত সংখ্যায় বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে এলাকায়। পুরো বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে রিপোর্ট করেছে বিএসএফ।




Be First to Comment