Press "Enter" to skip to content

পরনে কালো পোশাক, এ বার হাসপাতালের নজরদারিতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের “শক্তি” বাহিনী

আসানসোল : আরজি করের ঘটনায় রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর দিনের আলোয় এনে দিয়েছে ।

তাই এবার সেই ব্যর্থতাতে সামাল দিতে রাজ্য সরকার উঠেপড়ে লেগেছে। চিকিৎসক সংগঠন ও আন্দোলনের চাপে রাজ্যের সব সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে খোলনলচে বদলানোর পথে হাঁটতে চলেছে স্বাস্থ্য দফতর।

সেই তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতালও। সেখানকার মহিলা চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার নজরদারিতে নামানো হয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ” শক্তি ” বাহিনীকে।

মুলত, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় মহিলাদের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে এই “শক্তি ” বাহিনী। কালো পোশাক পরা এই ” শক্তি ” বাহিনীর মহিলা পুলিশ কর্মীরা স্কুটি নিয়ে এলাকায় এলাকায় ঘুরে বেড়াবে । কোনও জায়গায় মহিলারা রাস্তায় বেরিয়ে কোনও ধরনের সমস্যায় পড়লে এই ” শক্তি ” বাহিনী ঝাঁপিয়ে পড়বে ।

রাস্তায় রাস্তায় ” শক্তি ” বাহিনীর মহিলা পুলিশ ঘুরে বেড়াবে । এবার এই ” শক্তি ” বাহিনী আসানসোল জেলা হাসপাতালে নজরদারি চালাবে। সোমবারই ” শক্তি ” বাহিনীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

স্কুটি সওয়ার এই বাহিনী প্রতিদিন সকালে আসানসোল জেলা হাসপাতালে আসবে। এমারজেন্সি বিভাগ সহ জেলা হাসপাতালের ভেতরে তারা ঘুরে বেড়াবে । কথা বলবে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে। সকালে তাদের আসাটা একেবারে বাধ্যতামুলক। তারা যে আসছে ও নজরদারি করছে, তা নথিবদ্ধ করা হবে জেলা হাসপাতালের ফেসিলিটি ম্যানেজারের অফিসে ( সাবেক ওয়ার্ড মাস্টার অফিস)।

জানা গেছে, এই শক্তি বাহিনী সকালে একবার তো নজরদারিতে আসবেই। প্রয়োজনে তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করে ডাকবে। তারজন্য একটি ফোন নম্বরও জেলা হাসপাতালে দেওয়া হয়েছে।

” শক্তি ” বাহিনীর নজরদারিতে বেশ কিছুটা হলেও স্বস্তিতে আসানসোল জেলা হাসপাতালের মহিলা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা।

এই প্রসঙ্গে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, “শক্তি বাহিনী তার নিজের মতো করে কাজ করবে। আশা করি আর কোনও সমস্যা হবে না”।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *