Press "Enter" to skip to content

এ বার জয়নগরে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় সরব বিজেপি, রাজ্য জুড়ে প্রতিবাদ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে মিছিল

আসানসোল : দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের কুলতলি এলাকায় ৯ বছরের নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর, বিজেপি শনিবার রাজ্য জুড়ে প্রতিবাদে নেমেছে । মহিলাদের নিরাপত্তা এবং রাজ্যের আইন-শৃঙ্খলার ওপর প্রশ্ন তুলে রাজ্যে জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে দলের কর্মসূচি ও প্রতিবাদের কথা শনিবার বার্ণপুর রোডের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের জানান বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।

প্রসঙ্গত, শুক্রবার জয়নগরের মহেশমারি বাগান এলাকায় গৃহশিক্ষকের কাছ থেকে বাড়ি ফেরার পথে ৯ বছরের ছাত্রীটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেও পাননি। অভিযোগ থানায় এই ঘটনার কথা বলা হলেও, পুলিশ প্রথমে তা গুরুত্ব দেয়নি।

এরপর এদিন সকালে ওই এলাকার একটি পুকুরের পাশে ঝোপের মধ্যে পাওয়া যায় ছাত্রীর মৃতদেহ। এই ঘটনা নিয়ে এলাকার লোকজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা এই ঘটনার প্রতিবাদে মহেশমারি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করেন। সেখানে থাকা মোটরবাইক সহ অন্যান্য জিনিসে আগুন লাগানো হয়। পাথর ছোঁড়া হয় পুলিশকে লক্ষ্য করে । পুলিশ উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে। কিছু লোককে হেফাজতেও নেওয়া হয়।

এদিন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, একদিকে মা দুর্গার পূজা করার জন্য বাংলায় দুর্গোৎসব পালিত হচ্ছে। এমন পরিস্থিতিতে দেবী পূজোর আগে একটি নিষ্পাপ মেয়েকে হত্যা করা হয়েছে। এমন জঘন্য ঘটনার নিন্দা জানিয়ে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, আরজি কর থেকে কুলতলির এইসব ঘটনা প্রমাণ করে যে, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। এইসব ঘটনার দায় নিয়ে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছি।

এদিকে, এদিন কুলতলির ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বিজেপি পথে নামল। শনিবার বিকেলে আসানসোলের বার্ণপুর রোডের কোর্ট মোড় সংলগ্ন বিজেপির পার্টি অফিস থেকে বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের নেতৃত্বে ভগত সিং মোড় পর্যন্ত মিছিল হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় সহ বিজেপির কর্মী, সমর্থক ও মহিলা মোর্চার সদস্যরা। এই প্রতিবাদ মিছিল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সোচ্চার হন বিজেপির নেতারা ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *