অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, জলপাইগুড়ি: ছেলের জন্মদিনে সবুজায়নের বার্তা। পৃথিবীকে আগামী প্রজন্মের বাসযোগ্য করে যেতে চান শহরের দক্ষিণ বামনপাড়ার দেব পরিবার। ফি বছর ছেলের জন্মদিনের আগে থেকেই ধারাবাহিক ভাবে বিনামূল্যে চারাগাছ বিতরণ করেন তাঁরা। এ বছর জন্মদিনের ঢের আগে থেকেই কাজ শুরু। চলবে সেপ্টেম্বরে তার জন্মদিন পর্যন্ত। বাড়ির সামনে ফাঁকা বাক্স উল্টে, তার উপর রাখা রয়েছে চারাগাছ। বাড়ির লোকের অনুমতির প্রয়োজন নেই, পছন্দমতো নিয়ে গেলেই হল।
২০১১ সালের ১১ সেপ্টেম্বর জন্ম হয়েছিল ছেলে শীর্ষচন্দ্র দেবের। সে বছরই পরিজন-প্রতিবেশীদের মিষ্টি খাইয়ে তাঁদের হাতে চারাগাছ তুলে দিয়েছিলেন বাবা মৃদুল দেব। সেই থেকে শুরু। ছেলের ছোটবেলায়, বড় করে জন্মদিন পালন করতেন দেব পরিবার। সময়ের সঙ্গে সেই অনুষ্ঠান ছোট হয়ে এলেও, সবুজায়নের পরিধি বেড়েছে। আগে শুধু জন্মমাসেই চারাগাছ বিতরণ করা হত। এ বার থেকে তা চলবে দু’মাস ব্যাপী।
মৃদুলের মা,স্ত্রী, ছেলে, সবাই গাছ অন্ত প্রাণ। ওয়ার্ডে জনসেবা সামলে বাড়ির ছাদে থাকা গাছগুলির পরিচর্যা করেন মৃদুলের স্ত্রী তথা ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শুভ্রা দেব। ছাদের টবেও চেনা-অচেনা নানা গাছ রয়েছে।

মৃদুল বলেন, “ছেলের জন্মের সময়ে বিভিন্ন পত্র-পত্রিকায় উষ্ণায়ন, দূষণ -সহ পরিবেশগত বিষয়ে খুব লেখালেখি হচ্ছিল। আমার ছেলের মতো সব শিশুর জন্যই পৃথিবীকে বাসযোগ্য করে যেতে চেয়েছিলাম। তাই এই উদ্যোগ।”
সে সময় না বুঝলেও, এখন বাবার উদ্যোগের গুরুত্ব বোঝে সপ্তম শ্রেণীর হর্ষ। সে বলে, “আমার জন্মদিনে পাওয়া গাছের ফল এখন অনেক প্রতিবেশীই আমার হাতে তুলে দেন। চারাগাছ বড় করে তোলার কথা বলেন। বেশ ভালো লাগে সে সময়। আমিও এই রীতি বজায় রাখব।”




Be First to Comment