Press "Enter" to skip to content

সুন্দরবনে তৃতীয় বর্ষের পাখি মেলা, নদীতে ঘুরে পাখির সঙ্গে পরিচয় করবেন কী ভাবে, জানুন আবেদনের খুঁটিনাটি

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : আবার সুন্দরবনে হতে চলেছে তৃতীয় বর্ষের পাখি মেলা। শীত আসলেই প্রতি বছর সুন্দরবনে দেখা মেলে পরিযায়ী পাখিদের। আর তাদের ফ্রেমবন্দি করেন অনেকেই। আবার এমন অনেক পর্যটক আছেন, যাঁরা বাঘ, কুমির, হরিণের সঙ্গে এই সময়ে পাখি দেখতে সুন্দরবন আসেন। আর তাঁদের কথা মাথায় রেখেই পাখি উৎসবের আয়োজন করে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প।

এই পাখি উৎসবে ভিড় করেন বহু পাখিপ্রেমীরা। ২০২৫ সালে ২২ জানুয়ারি থেকে ওই পাখি উৎসব শুরু হবে। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। সুন্দরবনের নদীতে ঘুরে ঘুরে পাখির সঙ্গে পরিচয় করবেন বহু মানুষ। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প আনুষ্ঠানিক ভাবে মঙ্গলবার দুটি ওয়েবসাইট প্রকাশ করেছে।

সেই ওয়েবসাইটগুলি হল: www.sundarbantigerreserve এবং sundarbanbirdfestival@gmail.com। এই দুটি ওয়েবসাইটে এ দিন থেকেই আবেদনকারীরা ২৬ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এরপর ব্যাঘ্র প্রকল্প থেকে ২৪ জনকে বেছে নেওয়া হবে। ওই ২৪ জনের কাছ থেকে ১৫ হাজার টাকা করে নেওয়া হয়।

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তরফে জানানো হয়েছে, যে ২৪ জনকে বেছে নেওয়া হবে তাঁরা পাখির ছবি তোলার সঙ্গে সঙ্গে পাখিদের সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করতে পারবেন। তা ছাড়া ওই টাকার মধ্যে তাঁদের থাকা, খাওয়া, বোটের খরচও ধরা হয়েছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা রাজেন্দ্র জাখর বলেন,সুন্দরবন এই নিয়ে তিন বার পাখি উৎসব হতে চলেছে। এর আগেও ৬টি দলের ৩৪ জন পাখিপ্রেমী অংশ নিয়েছিলেন। দ্বিতীয় বছরে ৮টি দলকে অনুমতি দেওয়া হয়েছিল।এ বার মোট ৬টি দলকে অনুমতি দেওয়া হবে। যার মধ্যে ২৪ জন পাখিপ্রেমী সেই সুযোগ পাবেন।

এই প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা জাস্টিন জোন্স বুধবার বলেন, ‘প্রত্যেকবার সুন্দরবনে শীতের সময় নানা পরিযায়ী পাখি আসে। তাদের কিচিরমিচির ধ্বনি বড় মধুর। তা দেখতেই বহু মানুষ এখানে আসেন। আশা করি এ বারও বহু পাখি আসবে।এবং তাদের দেখাও মিলবে।

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের এক পরিসংখ্যান থেকে জানা গেল, সুন্দরবনে ১৪৫ প্রজাতির পাখির দেখা মিলেছে। গত বছর পাখি উৎসবে যাঁরা অংশ নিয়ে ছিলেন তাঁরা ৫,০৬৫টি পাখির দেখা পেয়েছিলেন। এ বার চার দিনের বদলে পাঁচ দিন ধরে চলবে এই পাখি উৎসব।এর ফলে আর ও বেশি পাখির সন্ধান মিলবে বলে ধারণা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের।

সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা রাজেন্দ্র জাখর এও বলেন, ‘বিগত বছরে পাখি উৎসবে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। তাই আবার পাখি উৎসবের আয়োজন করা হয়েছে। পরিযায়ী পাখিরা যেন সুন্দরবনে এসে নিরাপদে থাকতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।সুন্দরবনের এই পাখি উৎসব হবে জেনে খুশি পাখি প্রেমীরা।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *