রানিগঞ্জ : দাঁড়িয়ে থাকা ট্রাকের কেবিনে হঠাৎই আগুন, এলাকায় ব্যাপক চাঞ্চল্য ।
ঘটনা প্রসঙ্গে জানা যায়, রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের বাঁশড়া মোড়ের কাছে অবস্থিত রানিগঞ্জ স্কয়ারে এক টায়ার গোডাউন । সেই গোডাউনে টায়ার আনলোড করে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের কেবিনে হঠাৎ করেই আগুন লাগার ঘটনা ঘটে।
মুহূর্তে মধ্যে লাগা সেই আগুন ছড়িয়ে পড়ে ট্রাকের কেবিনের সর্বত্র । ট্রাকের চালক আগুন নিভাতে চেষ্টা করলেও মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে কেবিনের সর্বত্র।
সোমবার সকাল সাড়ে ১১ টা নাগাদ ঘটে এই ঘটনা। এই ঘটনায় ট্রাকের চালক অল্পবিস্তর আহত হয়, তাকে উদ্ধার করে পাশের স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় স্থানীয়রা।

এই ঘটনার খবর পেয়ে রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং খবর পাঠায় রানীগঞ্জ ফায়ার ব্রিগেডে।
এরপর দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তার আগেই দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়ে ট্রাকের কেবিনকে পুড়িয়ে ছাই করে দেয় । তারই মধ্যে ওই আগুন ট্রাকের দুটি চাকাও গ্রাস করে। মুহূর্তের মধ্যে সামনের দুই চাকা সজোরে বিস্ফোরণ করে উড়ে যায়।
আশেপাশে থাকা মানুষজন এই ঘটনায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। আর এই আগুন ট্রাকের পিছন প্রান্তে ছড়িয়ে পড়ার আগেই দমকল বিভাগের কর্মীরা দ্রুত আগুন নেভাতে তৎপর হয়।
এখন প্রশ্ন, কোথা থেকে ওই টায়ার ভর্তি ট্রাক সেখানে এসেছিল এবং কি কারনেই বা সেই ট্রাকের কেবিনে আগুন লাগল ?
সেই সম্পর্কে কেউই কোনও সদুত্তর দিতে পারেনি।




Be First to Comment