Press "Enter" to skip to content

পাইপ লাইনের মধ্যে দিয়ে বাড়ি বাড়ি গ্যাস সরবরাহের কাজ শুরু সোনারপুরে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : পাইপ লাইনের মধ্যে দিয়ে বাড়িতে বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়ার কাজ চলছে সোনারপুরে।

রান্না করতে গিয়ে হঠাৎ করে গ্যাস শেষ।বাড়িতে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার নেই।আর তাতেই মাথায় হাত গিন্নির।এবার এমন পরিস্থিতির মুশকিল আসান হতে চলেছে পাইপ লাইনের গ্যাসের মধ্যে দিয়ে। বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের মতো পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সংযোগের উদ্যোগ নিয়েছে বেঙ্গল গ্যাস কোম্পানি।কলকাতা, নিউটাউনের পর এ বার দক্ষিণ শহরতলির রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় গ্যাস সরবরাহের জন্য যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেল।রাজ্য সরকারের সম্পূর্ণ তত্ত্বাবধানেই এই সংস্থা কাজ করছে সোনারপুরে।

প্রথম ধাপ হিসেবে মূল রাস্তায় পাইপ বসানোর কাজ শুরু করেছেন বেঙ্গল গ্যাস কর্তৃপক্ষ। ইতিমধ্যে রাজপুর-সোনারপুর পুরসভাকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। প্রথম দফায় পুর এলাকার পূর্ত দপ্তরের রাস্তাগুলিতে খোঁড়াখুড়ি করে পাইপ বসানো হবে বলে জানা গিয়েছে।সেই কাজ ইতিমধ্যে কামালগাজি বাইপাস, হরিনাভি, হরহরিতলায় শুরু হয়ে গেছে। এই কাজ শেষ হলেই পুরসভার বিভিন্ন ওয়ার্ডের গলি ও অন্য রাস্তাতেও পাইপলাইন বসানো হবে বলে সূত্রের খবর।আর এই খবরে খুশি রাজপুর ও সোনারপুরের বাসিন্দারা।

সোনারপুরের হরিনাভীর এক বাসিন্দা বলেন, ‘আমরা চার তলার ফ্ল্যাটে থাকি। লিফট নেই। ডেলিভারি বয় উপরে গ্যাস তুলতে চান না। পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ হলে আমরা খুব উপকৃত হব।’

এ ব্যাপারে রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস বলেন, ‘এখানে কাজ হবে তা নিয়ে আমাদের আগেই চিঠি দেওয়া হয়েছিল। যেহেতু ওই রাস্তাটি পূর্ত দফতর দেখাশোনা করে, তাই তাদের অনুমতি নিয়েই খোঁড়াখুঁড়ি করছে বেঙ্গল গ্যাস কোম্পানী। পুরসভার নিয়ন্ত্রণাধীন রাস্তায় পাইপলাইন বসানোর আগে আবারও একবার বৈঠক হবে।’

তবে দক্ষিণ ২৪ পরগনা জেলায় আর কোন কোন জায়গায় এই পাইপ লাইন বসানোর কাজ হবে, সে তথ্য এখনও জেলা প্রশাসনের কাছ থেকে পাওয়া যায় নি।তবে পাইপ লাইন বসানোর কাজ শুরু হলেই যে গ্যাস শীগগির মিলবে এমন সম্ভাবনা নিয়ে অবশ্য সন্দেহ থেকে যাচ্ছে।

সোনারপুরের এক স্কুল শিক্ষক বলেন, ‘বেঙ্গল গ্যাস কোম্পানি অনেক দিন ধরে পাইপ লাইন পাতার কাজ করছে। কিন্তু আজও সেই লাইনের কাজ শেষ হয়নি। এ রাজ্যে পিএনজি (পাইপ ন্যাচারাল গ্যাস) সরবরাহ করার বরাত নিয়েছে বেঙ্গল গ্যাস কোম্পানি। রাজ্য সরকার ও গেইলের সঙ্গে যৌথ উদ্যোগে তারা এই কাজ করছে। জমি জটে কিছু কিছু জায়গায় পাইপ লাইন পাতার কাজ আটকে আছে।’তবে সংস্থার দাবি, রাজ্য সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সেই জট ছাড়ানো হয়েছে।

বেঙ্গল গ্যাসের এক কর্তা বলেন, ‘বৃহত্তর কলকাতার মানুষ যাতে দ্রুত রান্নার গ্যাস ও গাড়ির জন্য গ্যাস (সিএনজি) পান, সে জন্য বর্ধমান থেকে কলকাতা পর্যন্ত পাইপ লাইন পাতার কাজ চলছে। যে টুকু বাকি আছে তা আগামী ছ-সাত মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে।আর তার পরেই এই সুযোগ পাবে রাজপুর সোনারপুর পৌরসভার মানুষজন।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *