উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : এবার সুন্দরবনে অভিনব ফুটবল খেলা হয়ে গেল।সুন্দরবনের মহিলারা এবার শাড়ি পরেই ফুটবলের ময়দান কাঁপালেন।
সম্প্রতি সুন্দরবনের বাসন্তী ব্লকের রানীগড় গ্রামে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল গয়েশপুর হামরাহী ট্রাস্ট ও ঝড়খালি সবুজ বাহিনী। রান্না আর চাষের কাজ সামলেও যে ফুটবল খেলা যায়, তার প্রমাণ করলেন সুন্দরবনের মহিলারা। উচ্ছ্বাসে ভাসলেন দ্বীপ অঞ্চলের গৃহবধূরা।
স্থানীয় হেমা কয়াল,শিখা বৈরাগী,চন্দনা মন্ডল, বন্দনা মন্ডল, শিবানী মণ্ডল, মলিনা বৈরাগী সহ কয়েকজন মাঠ দাপিয়ে বেড়ালেন ফুটবল পায়ে নিয়ে। তাঁদের মধ্যে অনেকেই মেসি, রোনাল্ডো, ভাইচুং ভুটিয়া সুনীল ছেত্রীর নামই জানেন না। তবে কী ভাবে বল পায়ে নিয়ে প্রতিপক্ষকে কাবু করতে হয় তা তাঁরা ভালোমতোনই জানেন।

এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া মহিলারা জানালেন, তাঁরা এই খেলায় অংশগ্রহণ নিয়ে দারুণ উচ্ছ্বসিত।আর খেলার শেষে আকর্ষণীয় পুরস্কার পেয়ে দারুণ খুশি তাঁরা।
গয়েশপুর হামরাহী ট্রাস্ট ও ঝড়খালি সবুজ বাহিনীর আয়োজকরা জানান, সুন্দরবনের মহিলাদের প্রতিভাকে সবার সামনে তুলে ধরার জন্যই আমাদের এই আয়োজন।আয়োজকদের দাবি, ফুটবল খেলার মাধ্যমে মহিলারা শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়।তবে আগামী দিনে আরও বেশি সংখ্যক সুন্দরবনের মহিলারা এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং নিজেদের প্রতিভাকে তুলে ধরবেন।




Be First to Comment