আসানসোল : এবার থেকে টোটো ও অটো রেজিস্ট্রেশন পোর্টালের মাধ্যমে করা হবে। সোমবার এই কথা জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ( ট্রাফিক) পিভিজি সতীশ।
আরও জানা গেছে, পশ্চিমবঙ্গের সমস্ত অটো এবং টোটো চালকদের রেজিস্ট্রেশন এই পোর্টালের মাধ্যমে করা হবে।
এই আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (ট্রাফিক) পিভিজি সতীশ এদিন বলেন, রাজ্যে টোটো এবং অটো চালকদের নিবন্ধকরণ বা রেজিস্ট্রেশনের জন্য একটি পোর্টাল চালু হতে চলেছে। যার মাধ্যমে রেজিস্ট্রেশন করা নেই, এমন সমস্ত অটো ও টোটোর রেজিস্ট্রেশন হবে। তা হলে কাউকে কোনও ধরণের সমস্যায় পড়তে হবে না।
যারা এটা করবে না তাদেরকে অবৈধ বলে বিবেচিত করা হবে। পরবর্তী কালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বাভাবিক ভাবেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে টোটো চালকরা খুশি যে তাদের আর সমস্যায় পড়তে হবে না।

তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া বলেন, আমরা বহুদিন ধরে দাবি করে আসছিলাম যে নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সহজ করা উচিত। সেই দাবি মেনে সরকার অটো ও টোটো রেজিষ্ট্রেশনের জন্য যে পদক্ষেপ নিয়েছে, তা প্রশংসনীয়। আশা করি শীঘ্রই সব সমস্যার সমাধান হবে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে আসানসোল শহর তথা গোটা শিল্পাঞ্চল জুড়ে টোটোর দৌরাত্ব অস্বাভাবিক হারে বেড়ে গেছে। হাজার হাজার টোটো বলতে গেলে সব রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। যার জন্য, রাস্তা ঘাটে হাঁটাচলা করা দায় হয়ে পড়েছে। যানজটে নাজেহাল অবস্থা। এমন পরিস্থিতিতে পোর্টাল কতটা স্বস্তি দেয়, সেটা সময় বলবে।




Be First to Comment