Press "Enter" to skip to content

এখনও অগ্নিমূল্য সবজি, পশ্চিম বর্ধমানের বিভিন্ন সবজি বাজারে অভিযান প্রশাসনের

আসানসোল: আদা রসুন আলু পেঁয়াজ-সহ কাঁচা সবজি এখন অগ্নিমূল্য, সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। রাজ্য সরকারের নির্দেশে এই মূল্যবৃদ্ধি রুখতে রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সবজি বাজারে অভিযান চালাচ্ছেন জেলা প্রশাসনের আধিকারিকরা ।

সোমবার পশ্চিম বর্ধমান জেলা শাসক ও মহকুমা শাসকের নির্দেশ মত ডেপুটি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসানসোলের বরাকর সবজি বাজারে এবং কুলটির সবজি বাজারে অভিযান চালানো হয়।

এদিন বিভিন্ন দোকানদার কাছে গিয়ে আদা রসুন আলু পেঁয়াজ-এর মূল্য তদারকি করেন, পাশাপাশি কাঁচা সবজি কি দামে বিক্রি হচ্ছে, বেশি দামে বিক্রি হচ্ছে কি না তা যাচাই করা হয়।

এদিন এই অভিযানে ডেপুটি ম্যাজিস্ট্রেট-সহ এগ্রিকালচার আধিকারিক, এনফোর্সমেন্ট আধিকারিকরা এবং স্থানীয় প্রশাসনের কর্তারা বিক্রেতাদের সতর্ক করেন। কোনোভাবেই বেশি মূল্য নেওয়া যাবে না, তা প্রত্যেককে জানিয়ে দেন ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *