অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, জলপাইগুড়ি: দু’দুটো পথকুকুরকে নৃশংস হত্যার অভিযোগ। মৃত পথকুকুর দু’টির মধ্যে একটি আবার গর্ভবতী ছিল বলে অভিযোগ।
শুক্রবার রাতে অভিযুক্তের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়েরা। এলাকাবাসীর চাপে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গেল পুলিশ। ঘটনার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় শহরের ২ নম্বর ওয়ার্ডের রায়কত পাড়ায়। দিন কয়েক আগে ওই এলাকার দুটি পথকুকুরকে মেরে ফেলার অভিযোগ ওঠে ওই এলাকারই বাসিন্দা টিপু পালচৌধুরীর বিরুদ্ধে।
কোতয়ালি থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ময়নাতদন্তও হয় একটি পথ কুকুরের। দিন কয়েক কেটে গেলেও অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ না করায় ক্ষোভ সৃষ্টি হয় ওই এলাকায়। এ দিন অভিযুক্তের বাড়ি ঘিরে স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখাতে থাকেন। পরে, যোগ দেন পুরুষেরাও। খবর পেয়ে ছুটে আসেন ওই ওয়ার্ডের কাউন্সিলার মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায়। পরে, পুলিশ এলে ওই অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব হন সবাই।

মহুয়া বলেন, “এলাকাবাসীরা আমাকে লিখিত ভাবে বিষয়টি জানিয়েছিলেন। পুলিশ কে বলেছি, আইন মোতাবেক পদক্ষেপ করতে।”
স্থানীয়দের চাপে এ দিন অভিযুক্ত টিপু পালচৌধুরীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয় ও পশুপ্রেমীদের অভিযোগ, ওই যুবক মদ্যপ অবস্থায় নিত্য দিন কুকুরদের মারতেন। কেউ কিছু বলতে এলে, পাল্টা হুমকি দিতেন অভিযুক্ত। এ ভাবে দুটি পথ কুকুরের অপমৃত্যুর পরে ক্ষোভে ফেটে পড়েন সবাই।




Be First to Comment