Press "Enter" to skip to content

ঘূর্ণিঝড়, কোটাল ও নিম্নচাপে আতঙ্ক বাড়ে সুন্দরবনের মানুষের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন : ঘূর্ণিঝড়-কোটাল বা নিম্নচাপ এলে আতঙ্ক বাড়ে সুন্দরবনের মানুষের। সুন্দরবনে প্রায় প্রতি বছর প্রাকৃতিক বিপর্যয় আসে, ক্ষতি হয় বিস্তীর্ণ এলাকার। কিন্তু এই বিপর্যয় এড়াতে সারা বছর কিছু না কিছু কাজ হয়। কিন্তু তারপরেও বিপর্যয় আসলেই আতঙ্কে থাকে সুন্দরবনের মানুষজন।

নিম্নচাপের জেরে সম্প্রতি ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়।তাতেই কিছু এলাকায় বাঁধে ক্ষতি হয়েছে।এ বিষয়ে নদী তীরবর্তী গোসাবার বাসিন্দারা বলেন, সঠিক ভাবে বাঁধ মেরামত হয় না বলে সারা বছর কাজ হলেও নিম্নচাপ ও কোটাল এলেই নদীর বাঁধ ভেঙে জলমগ্ন হয়ে পড়ে এলাকা।ক্ষতি গ্রস্থ হই আমরা।বাঁধ যে সারানো হয় না তা কিন্তু একেবারেই নয়। প্রশাসনের পক্ষ থেকে সারাবছর কাজ হয়। প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভবনা দেখা দিলে তড়িঘড়ি জেসিবি দিয়েও কাজ হয়। কিন্তু এত কিছুর পরও বাঁধ ভাঙে জল ঢুকে যায় গ্রামে‌। এই সবকিছু রোধ করার জন্য চাই সুনির্দিষ্ট বাঁধ মেরামতের পরিকল্পনা। আর তা না হলে এমনটা হতেই থাকবে, সমস্যার আর সমাধান হবে না বলেই মত সুন্দরবনের বাসিন্দাদের।

যতদিন সেই কাজ না হয় ততদিন এই দুর্বল বাঁধের দিকে তাকিয়ে আতঙ্কে থাকতে হয় বলেও জানিয়েছেন তাঁরা।তবে এব্যাপারে জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থায়ী নদী বাঁধের অনুমোদন পেলেই আগামী দিনে তা করা হবে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *