Press "Enter" to skip to content

আচমকা নদী বাঁধ ভেঙে বিপর্যয়ের মুখে গঙ্গাসাগরের পয়লাঘেরির মানুষ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : এখনও খাতায় কলমে বর্ষাকাল শুরু হলেও বৃষ্টি শুরু হয়নি বাংলায়। তীব্র তাপদহেভুগছে বাংলা।তবে বর্ষা আসার আগেই নদীর জল বেড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হল সুন্দরবনের গঙ্গাসাগরের পয়লা ঘেরিতে। জল স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি বৃদ্ধি পেয়েছে। বাঁধের গোড়াতেও চলে এসেছে জল।

এখন প্রচণ্ড রৌদ্রের মধ্যে দিয়ে চলছে শুখা মরশুম।বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে।এর‌ই মধ্যে অস্বাভাবিকভাবে নদীর জল এতটা বেড়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা।বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

এখানে নদী সংলগ্ন এলাকায় প্রায় কয়েক শতাধিক মানুষের বসবাস। হঠাৎ করে এমন ঘটনা ঘটায় মঙ্গলবার সকলেই নদী বাঁধ পরিদর্শন করেছেন।কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা বারবার দেখার চেষ্টা করছেন গ্রামবাসীরা। নদী বাঁধে যে সমস্ত ছোটখাটো ফাটল ছিলতা তাঁরা নিজেরাই সারানোর বন্দোবস্ত করেছেন।

সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল সামাদ আলি খান।তিনি মঙ্গলবার বলেন, শীঘ্রই এলাকায় কাজ করা হবে।তবে পুরো পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। বর্ষার আগে কেন এমন হল তা খতিয়ে দেখা হচ্ছে।

যদিও স্থানীয়দের দাবি, আগেও এমন পরিস্থিতি হয়েছিল এলাকায়। সেবার নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু কোনওবারই বাঁধ মেরামতের কাজ ঠিক করে হয়নি। এ বার দ্রুত পদক্ষেপ না গ্রহন করলে বর্ষার বৃষ্টি শুরু হলেই ভয়াবহ বিপর্যয় নেমে আসবে বলে মনে করেন তাঁরা।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *