উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : নাচের অনুষ্ঠানে এসে মার খেয়ে হাসপাতালে ভর্তি নাচের দলের শিল্পীরা। রবিবার কুলতলির ৭ নম্বর জালাবেড়িয়া থেকে গ্রুপ ডান্সের টিম কুলতলি থানার খোলাখালি এলাকায় এক কালীপূজা মন্ডপে ড্যান্স প্রোগ্রামের জন্য যায়। অভিযোগ, সেখানে তাদের দিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত অনুষ্ঠান করানোর পর বকেয়া পারিশ্রমিক ৯ হাজার টাকা না দিয়ে অনুষ্ঠান মঞ্চেই দলের সদস্যদের মারধর করা হয়।
এমনকি ওই নাচের দলের একাধিক মহিলাদের ধরে টানাটানি করা হয় বলেও অভিযোগ।খবর পেয়ে কুলতলি থানার পুলিশ অনুষ্ঠান মঞ্চ থেকে তাদেরকে উদ্ধার করে রাত ২.২০ টা নাগাদ জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করায়।সেখানেই চিকিৎসা চলছে তাদের।
হাসপাতালে মাথায় ব্যান্ডেজ করা হয় ওই নাচের দলের বুবাই মাইতি, প্রভাতী মন্ডল, মন্দিরা মাইতি, রানী বৈরাগী, পুজা বৈরাগী,বর্ণালী বৈরাগী সহ একাধিক সদস্যের। রাতে প্রোগ্রাম করার জন্য তাদের উপরে এমনই অত্যাচার বলে আহত নাচের দলের সদস্যরা জানান।
তাঁরা এও বলেন, অনুষ্ঠানের নিদিষ্ট সময়ের পরেও তাঁদের দিয়ে জোর করে নাচানোর চেষ্টা করা হয় এবং তাতে রাজি না হওয়ায় মঞ্চেতেই মারধর করা হয়। এমনকি দলের মহিলা সদস্যদের ধরে টানাটানি করা হয়।
আর এই ঘটনা নিয়ে আবার রাতে মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব হলেন এলাকাবাসীরা।তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ।তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
Be First to Comment