আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সভাপতি বাপ্পা মুখোপাধ্যায় না কি অবৈধ ভাবে বালি, কয়লা, লোহা ও জমি মাফিয়াদের সঙ্গে যুক্ত এবং তাদের কাছ থেকে মাসোহারা পান! এ ব্যাপারে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারীদের সই করা একটি চিঠি ভাইরাল হয়।
এই নিয়ে বিতর্ক দেখা দিতেই আসানসোলে বিজেপির দলীয় কার্যালয়ে জেলা সভাপতি বাপ্পা মুখোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে কার্যত চিঠির অভিযোগ অস্বীকার করে পুরো ঘটনা তৃণমূল কংগ্রেসের চক্রান্তের বলে অভিযোগ করেন।
তিনি জানান, পশ্চিম বর্ধমান জেলায় সমস্ত বিজেপির কর্মকর্তাদের কঠিন পরীক্ষা দিয়ে আসতে হয়, তাঁরা কেউ কোনও মাফিয়াদের সঙ্গে কোনও ভাবে জড়িত নন। এমন কোনও অভিযোগ প্রমাণিত হলে দল তাঁদের বিরুদ্ধে ব্যাবস্থা নেবে।

জেলার সম্পাদক প্রতিমা বাউড়ী জানান, তিনি অভিযোগের চিঠি পেয়েছিলেন এবং আশ্চর্যজনক ভাবে সেখানে তাঁর করা সই নকল বলে দাবি করলেন এবং এর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করার জন্য উচ্চ পর্যায়ে জানিয়েছেন।




Be First to Comment