অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, রানিগঞ্জ : বাড়িতে কুয়োর মধ্যে থেকে গলায় দড়ি দেওয়া এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার । শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটে। শনিবার সকালে দেহ উদ্ধার হওয়ার ঘটনায় আসানসোলের রানিগঞ্জ থানার বল্লভপুরের হরিবোল সমিতি লাগোয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত গৃহবধূর নাম মালতি শিট (৫৪)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে গৃহবধূর মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রানিগঞ্জের বল্লভপুরের বাসিন্দা মালতি শিট বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। শনিবার সকালে বাড়ির লোকেরা তাকে কুয়োর লোহার রডে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বল্লভপুর রুরাল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, মানসিক রোগের কারণে ওই গৃহবধূ শুক্রবার রাতে কোনও এক সময় বাড়ির লোকেদের অজান্তে ঘর থেকে বেরিয়ে কুয়োর মধ্যে লোহার রডে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।




Be First to Comment