সালানপুর: আসানসোলের সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত মহেশপুরে অবস্থিত শ্রী রামদূত মেটলোয়স প্রাইভেট লিমিটেড কারখানার ভিতরে রেস্ট রুম থেকে কারখানার প্রোডাকশন এইচ.ও. ডির নিজ গাড়ি চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে নিয়ে চাঞ্চল্য ছড়ায় ।
জানা গেছে, মৃত গাড়ি চালকের নাম অজিত গোপ(২২)। সে আসানসোল রানীগঞ্জের বল্লভপুরের বাসিন্দা। ঘটনা প্রসঙ্গে জানা গেলো, মঙ্গলবার বিকেলের দিকে কারখানার এক কর্মী ওই গাড়ি চালককে রেস্ট রুমের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কারখানার উচ্চতম আধিকারিকদের।ঘটনার খবর দেওয়া হয় সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসক পরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করে। খবর পাওয়ার পরেই জেলা হাসপাতালে আসেন মৃত পরিবারের সদস্যরা। তবে সূত্রের খবর, পুলিশ মৃত যুবকের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে। এবং ওই রেস্ট রুমটি সিল করেছে।তবে কি কারণে ওই যুবক আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি, তদন্ত শুরু করেছে পুলিশ।





Be First to Comment