আসানসোল : বাড়ি থেকে গলায় দড়ি দেওয়া এক গাড়ি চালকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ।
শনিবার রাতের এই ঘটনায় আসানসোল উত্তর থানার কল্যানপুর হাউজিং এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত গাড়ি চালকের নাম সুমন যাদব (২২)। রবিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে গাড়ি চালকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের গোড্ডার বাসিন্দা সুমন যাদব পেশায় গাড়ি চালক । সে আসানসোল উত্তর থানার কল্যানপুর হাউজিং এলাকায় থাকতো ও মাছের গাড়ি চালাতো। শনিবার রাতে বাড়ির লোকেরা তাকে ঘরের মধ্যে গলায় দড়ি দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ যুবকের পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পারে, পেশায় গাড়ি চালক সুমন যাদব বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। ইদানিং সে অত্যাধিক পরিমাণে মদ খাওয়া শুরু করেছিল। পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণেই হয়তো ওই গাড়ি চালক গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে।
Be First to Comment