উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : জয়নগরে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত এক গৃহবধূ।আহত পরিবারের পাঁচ জন,এলাকায় শোকের ছায়া।বৃষ্টির মধ্যেই রবিবার রাতে আচমকাই মাটির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হল এক গৃহবধূর। আহত পরিবারের আরও পাঁচজন সদস্য। আহতদের মধ্যে রয়েছে এক পাঁচ বছরের শিশু।
রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে জয়নগর ২ নম্বর ব্লকের বকুলতলা থানার বেলে দুর্গানগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব রঘুনাথপুর গ্রামে। রবিবার রাতে খাওয়া দাওয়া করার সময় হঠাৎই নূরজামাল জমাদারের বাড়ির মাটির দেওয়াল ও চাল ভেঙে জমাদার দম্পতি-সহ চার জন সন্তান চাপা পড়ে।
বিকট সেই শব্দ শুনে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় জয়নগরের নিমপীঠ শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে। কিন্তু সেখানে গৃহবধূ শাহানারা জমাদার সহ আরও দুই সন্তানের শারীরিক অবস্থা অবনতি হতে থাকায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হলে কামালগাছির কাছে পথেই মৃত্যু হয় শাহানারা জমাদারের(৩২)। সোমবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে তদন্তের কাজ শুরু করেছে বকুলতলা থানার পুলিশ।





Be First to Comment