অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোল পুরনিগমের সাফাই কর্মীরা বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি নিয়ে বিগত কয়েক দিন ধরে আসানসোল পুরনিগমের মেয়রের দপ্তরে ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করে আসছেন।
অবশেষে শণিবার আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় সাফাই কর্মীদের সাথে বৈঠক করে তাদের কিছু দাবি মেনে নিলেন। মেয়র বিধান উপাধ্যায় জানান, সাফাই কর্মীদের পরিচয় পত্র, পি এফের জন্য পয়সা বরাদ্দ এবং বেতন বৃদ্ধি করা হয়েছে।
ধীরেন বাউরি নামে এক সাফাই কর্মী জানান, মেয়র বিধান উপাধ্যায় তাদের দাবি মতো পরিচয়পত্র, পিএফের জন্য ৫০ টাকা, ৬০ বছরের বেশি কর্মীদের জায়গায় তাদের পরিবারের একজন সদস্য কাজ পাবে এবং বেতন ৩৫৭ টাকা করাতে তারা খুশী, এখন কোনও অভিযোগ আর নেই।




Be First to Comment