কাঁকসা: ভিন রাজ্যে কাজে গিয়ে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল কাঁকসার ক্যানেলপাড় এলাকায়।
মৃত শ্রমিকের নাম সতীশ মন্ডল (৩৩)। খুনের অভিযোগ তুলে দেহ ফিরিয়ে আনার দাবি নিয়ে কাঁকসা থানার পুলিশের দারস্থ হল মৃতের পরিবার।
পরিবারের অভিযোগ, গত কয়েক বছর ধরে এক ঠিকাদারের সাথে ওই শ্রমিক ব্যাঙ্গালোরে রাজমিস্ত্রির কাজ করতেন। গত কালি পুজোর সময় বাড়ি এসেছিল, পুজোর ছুটি কাটিয়ে কাজে যোগ দিতে চলে যান বেঙ্গালুরুতে।


রবিবার সকালে কাঁকসার ক্যানেলপাড়ের বাড়িতে সংশ্লিষ্ট ঠিকাদার ফোন করে মৃত্যুর খবর জানায় । পাশাপশি পরিবারের সদস্যদের ব্যাঙ্গালোরে গিয়ে দেহ নিয়ে আসতে বলা হয়।জানা গেছে, কাজের সূত্রে বেঙ্গালুরুর যে ঘরে তিনি থাকতেন সেই ঘরের বিছানায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করে সেখানকার পুলিশ।
পরিবারের অভিযোগ, শনিবার রাতে ফোনে কথা হয় তার পর রবিবারে মৃত্যর খবর দেওয়া হয়। পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। খবর পাওয়া গেছে, দেহ উদ্ধারের পর থেকে তার মোবাইল ফোনটি পাওয়া যায়নি। এই চরম পরিস্থিতিতে পরিবারের লোকজন দিশাহারা, তারা কি করবে বুঝে উঠতে পারছেন না । এখন দেহ ফিরিয়ে আনতে ও দোষীদের শাস্তির দাবিতে গোটা পরিবার কাঁকসা থানার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন।




Be First to Comment