Press "Enter" to skip to content

কাশীপুরে থমকে থাকা মহিলা ফুটবল একাডেমির নির্মাণ কাজ শুরু হতে চলেছে, পরিদর্শনে রাজ্য ক্রীড়া দফতরের যুগ্মসচিব

প্রবোধ দাস: পুরুলিয়া জেলার কাশীপুরে দীর্ঘদিন ধরে থমকে থাকা মহিলা ফুটবল একাডেমির নির্মাণ কাজ শুরু হতে চলেছে, পরিদর্শনে পরিদর্শনে রাজ্য ক্রীড়া দফতরের যুগ্মসচিব।

রাজ্যের একমাত্র মহিলা ফুটবল একাডেমি হিসেবে গড়ে উঠতে চলেছে কাশীপুরের বুকে এই মহিলা ফুটবল একাডেমি। শুক্রবার মহিলা ফুটবল একাডেমির পরিকাঠামোগত বিভিন্ন দিক খতিয়ে দেখতে উপস্থিত হলেন রাজ্য ক্রীড়া দফতরের যুগ্মসচিব সৈকত হাজরা-সহ অন্যান্য আধিকারিকেরা।

তাঁরা একাডেমির বিভিন্ন দিক ঘুরে দেখে কোথায় কী তৈরি করা হবে তার রূপরেখা তৈরি করেন। রাজ্য ক্রীড়া দফতরের আদিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা পুরুলিয়া জেলা পরিষদ সদস্য স্বপনকুমার বেলথরিয়া ও কাশীপুর ব্লকের বিডিও সুপ্রিম দাস-সহ কাশীপুর ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা।

রাজ্য ক্রীড়া দফতরের যুগ্মসচিব সৈকত হাজরা সহ অন্যান্য আধিকারিকেরা এদিন মহিলা ফুটবল একাডেমি পরিদর্শনে এসে সেখানকার পরিকাঠামোগত বিভিন্ন দিক খতিয়ে দেখার পাশাপাশি সেখানকার জমির মাটি পরীক্ষার জন্য নিয়ে যান।

জানা যায়, জঙ্গলমহলের মেয়েদের ফুটবল খেলায় আরও এগিয়ে নিয়ে যেতে ২০১৫ সালে কাশীপুর বিধানসভার বিধায়ক থাকাকালীন স্বপন বেলথরিয়ার হাত ধরে নির্মাণ কাজ শুরু হয়েছিল এই মহিলা ফুটবল একাডেমির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার প্রশাসনিক সভা থেকে কাজের সূচনা করেছিলেন। তারপর বহুকাংশে কাজ হলেও কোনও কারণে অসম্পূর্ণ থেকে যায় এই ফুটবল একাডেমির নির্মাণ কাজ। আর এবার সেই অসম্পূর্ণ থাকা কাজকে সম্পূর্ণ করতে উদ্যোগী হল রাজ্য ক্রীড়া দফতর ও পুরুলিয়া জেলা প্রশাসন।

কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপনকুমার বেলথরিয়া বলেন, “ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টাতেই কাশীপুরের বুকে রাজ্যের একমাত্র মহিলা ফুটবল একাডেমি হিসেবে গড়ে উঠতে চলেছে এই স্টেডিয়াম।আজ রাজ্য ক্রীড়া দফতরের যুগ্মসচিব সৈকত হাজরা সহ অন্যান্য আধিকারিকেরা একাডেমি পরিদর্শনে এসে সেখানকার বিভিন্ন দিক খতিয়ে দেখলেন”।

More from খেলাMore posts in খেলা »
More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *