অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : ৯৪ নম্বর ওয়ার্ডের রাঙ্গাপাড়া এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির সন্দেহজনক কর্মকাণ্ড দেখে এলাকার কয়েকজন তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। স্থানীয় লোকজনের চাপে তিনি জানান, তিনি একজন সিবিআই অফিসার । কিন্তু স্থানীয় লোকজন তাঁর কথা বিশ্বাস না করে হীরাপুর থানায় ঘটনাটি জানায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় । তারপর পুলিশ নিশ্চিত করে বলেন, ব্যক্তিটি একজন আসল সিবিআই অফিসার। তারজন্য পরে পুলিশ কর্মকর্তারা ওই ব্যক্তিকে ছেড়ে দেন।
ঘটনাটি নিয়ে এলাকায় অনেক আলোচনা চলছে, যখন পুলিশ কর্তারা বলছেন, তিনি একজন আসল সিবিআই অফিসার কিন্তু ভুলবশত তিনি পথ হারিয়ে রাঙ্গাপাড়া দিকে চলে যান।




Be First to Comment