উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া নৌকা বাইচ প্রতিযোগিতা হয়ে গেল সুন্দরবনের কুলতলিতে। কুলতলির পিয়ালী নদীতে মেরিগঞ্জ সবুজ সংঘের পরিচালনায় ৪০ তম বাৎসরিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেলো মঙ্গলবার বিকালে ।কালের বিবর্তনে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলা থেকে প্রাচীন ও ঐতিহ্যবাহী বহু খেলাধুলা,তাঁর মধ্যে রয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা।
বর্তমানে মোবাইল ফোন, ইন্টারনেটে মানুষজনের কর্মব্যস্ত। সেভাবে আর গ্রাম বাংলা দেখতে পাওয়া যায় না এই ধরনের প্রতিযোগিতা । তবে এই প্রাচীন ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা এখনও দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন এলাকায় দেখা যায় তার মধ্যে রয়েছে কুলতলি থানার অন্তর্গত পাঁচুয়াখালি থেকে কেল্লা এলাকায়। ক্যানিং, কুলতলী, জয়নগর, মগরাহাট, রায়দীঘি সহ একাধিক এলাকা থেকে এদিন নৌকা নিয়ে বাইচ প্রতিযোগিতায় যোগ দেয় ১৫ টি নৌকা। আর এই কুলতলি পিয়ালী নদীর পাড়েতে গ্রাম বাংলার নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে এলাকার হাজার হাজার মানুষজনেরা এদিন উপস্থিত ছিলেন পিয়ালী নদীর ধারেতে।
এ প্রসঙ্গে এদিন এই প্রতিযোগিতার উদ্যোক্তা শাহাদাত শেখ বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রাচীন খেলা গুলো হারিয়ে যেতে বসেছে। এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে ও বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের কাছে তুলে ধরতে এই প্রাচীন খেলা তুলে ধরা হয়।এই নৌকা বাইচ প্রতিযোগিতায় তাদের নিজস্ব নৌকা নিয়ে অংশগ্রহণ করা জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের উদ্যোগে।
গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী প্রাচীন নৌকা বাইচ প্রতিযোগিতা অতীতে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার এই সময় বহু নৌকা বাইচ প্রতিযোগিতা দেখা যেত। তবে কালের পরিবর্তে তা হারিয়ে যেতে বসেছে।কিছু এলাকায় তা ধরে রেখেছে। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা কুলতলি থানার অন্তর্গত মেরিগঞ্জ ২ নম্বর পঞ্চায়েত এলাকার সবুজ সংঘ ও গ্রামবাসী।
এদিনের এই প্রতিযোগিতা দেখতে উপস্থিত ছিলেন কুলতলি পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ, মেরিগঞ্জ ২ নং অঞ্চলের প্রধান বিউটি সরদার , মেরিগঞ্জ ২ নং অঞ্চল সভাপতি শরীয়ত গায়েন সহ আরো অনেকে।
Be First to Comment