উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন: জলনিকাশী খাল বন্ধ করে ঘর তৈরি কিংবা সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংসের মত কাজের খবর পেলেই এবার ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের।
এই ধরণের কাজ একশ্রেণীর মানুষ করছে বলে বারবার অভিযোগ আসে। সে ক্ষেত্রে প্রশাসনও ব্যবস্থা নেয়।তবে এবার থেকে আরও কড়া হচছে প্রশাসন।এই ধরণের খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে চলে যাবেন আধিকারিকরা। এরপর তাঁরা রিপোর্ট দেবেন। তাঁর উপর গ্রহণ করা হবে প্রয়োজনীয় পদক্ষেপ। আর প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
মূলত শীতে শেষের দিকে দেখা যায় বিভিন্ন জায়গায় মাটি কাটার প্রকোপ বাড়ে। কোথাও গাছ কাটা হয়।এই সময় আবহাওয়া ভাল থাকে, বৃষ্টি হয়না। ফলে এই সময় এই কাজগুলি সহজে করা যায়।এ ছাড়াও শীতের শেষের দিকে নদী গুলি ও শান্ত থাকে। ফলে নদী তীরবর্তী এলাকাগুলিতে এই ম্যানগ্রোভ কাটার মত ঘটনা ঘটে।

এই সমস্ত কিছু ঘটনা মাথায় রেখে এবছর এখন থেকেই সক্রিয় হলো প্রশাসন।এবছর যে কয়েকটি ঘটনার খবর এসেছে সবগুলিই খতিয়ে দেখা হয়েছে।এবছর শীতের শেষে আর যাতে নতুন কোনও অবাঞ্ছিত ঘটনা না ঘটে তার দিকে লক্ষ রেখেছে সকলেই। তবে কিছু জায়গা থেকে এইরকম খবর আসছে। সেগুলিও খতিয়ে দেখা হবে বলে প্রশাসন সূত্রে খবর।
সুন্দরবনের রায়দীঘি, কাকদ্বীপ,বাসন্তী,গোসাবা,কুলতলি সহ একাধিক এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে,তাই সেই সব এলাকায় প্রশাসন এবার আরও সক্রিয় হচ্ছে এগুলো বন্ধ করতে।




Be First to Comment