Press "Enter" to skip to content

মহেশতলার বহুতলে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির একাংশ, আহত একাধিক

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা : গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ মহেশতলায়।আহত একাধিক।

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের গোপাল নগর সরকার পাড়ার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শনিবার সকাল আনুমানিক ৭টা নাগাদ আচমকাই বিস্ফোরণের কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ির কাঁচের জানালা পর্যন্ত ভেঙে যায়। আতঙ্কিত প্রতিবেশীরা তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে আসলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। আর তাতেই বাড়ির ইট ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে অন্ততপক্ষে পাঁচ জন আহত হন।

আহতদের স্থানীয় বেসরকারি নার্সিংহোম এবং বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সুত্র মারফৎ জানা গিয়েছে এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীর প্রায় অনেকাংশই ঝলসে গিয়েছে।

ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল পুরপিতা-সহ দমকলের তিনটি ইঞ্জিন এবং সিইএসসি কর্মীরা পৌঁছান। সাময়িকভাবে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।দমকলের প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *