জামুরিয়া : ফের জামুরিয়া কেন্দা এরিয়ার নিউ কেন্দা কোলিয়ারি দু’নম্বর কাহারপাড়া সামনে ভয়াবহ ধস । এই ঘটনাকে ঘিরে নিউ কেন্দা কোলিয়ারি দু’নম্বর কাহা পারায় এলাকায় চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয় ।
প্রায় ৫০ ফুট চওড়া এবং ১২০ ফুট গভীরতা এই ধসের। স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর দেয় এরিয়ার কেন্দা এজেন্ট কার্যালয়ে ।
খবর পাওয়া মাত্রই ইসিএল-এর আধিকারিকরা ওই জায়গাটি মাটি দিয়ে ভরাট করার চেষ্টা চালান।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা উমেশ রাম জানান, গত বৃহস্পতিবার রাত নটা নাগাদ এলাকায় বিশাল বিস্ফোরণের শব্দের সঙ্গে সঙ্গেই পুরো এলাকা কেঁপে ওঠে । এই কেঁপে ওঠার ফলে বিশাল ধসের সৃষ্টি হয় ।
তিনি জানান, ১০ বছর আগে কেন্দা কোলিয়ারির দু’নম্বর কাহারপাড়ায় একবার ধসের ঘটনা ঘটেছিল। সেই সময় ইসিএল-এর পক্ষ থেকে কিছু কিছু পরিবারকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল, কিন্তু বাকি পরিবার গুলির পুনর্বাসনের কোনও ব্যবস্থা করা হয়নি।
তিনি জানান, ইসিএল এর পক্ষ থেকে খালি পুনর্বাসনের প্রতিশ্রুতি পাওয়া যায়। কিন্তু কার্যক্ষেত্রে তা হয় না, এই নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে ।
Be First to Comment