অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর : আচমকা ক্লাস বন্ধ করে দেওয়ার অভিযোগ। কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ অভিভাবকদের। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের সিটি সেন্টারের সর্বভারতীয় বেসরকারি কোচিং সেন্টারের ভিতরেই।
কেউ এক বছর, কেউ দু বছর আবার কেউ তারও বেশি সময় ধরে ওই কোচিং সেন্টারে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলে যাওয়ার জন্য কোচিং নিচ্ছেন। তবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সমস্যা সবচেয়ে বেশি। এক অভিভাবক স্বপ্না মজুমদারের অভিযোগ, বিগত কয়েক মাস ধরে ঠিকঠাক ক্লাস হচ্ছে না।
হঠাৎ করে রবিবার সকালেই এক শিক্ষক সোশ্যাল মিডিয়ার একটি গ্রুপে কোচিং সেন্টারের এক শিক্ষক লেখেন, তিনি ঠিকমতো বেতন না পাওয়ার জন্য এ কোচিং সেন্টার ছাড়ছেন। তারপরেই আমরা কয়েক’শো অবিভাবক কোচিং সেন্টারে আসেন। কর্তৃপক্ষের কাছে জানতে চান এই কারণেই কি ক্লাস হচ্ছে না ঠিকমতো। আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের কি হবে এই প্রশ্নও তোলা হয়। কিন্তু কর্তৃপক্ষ কোনও সঠিক জবাব দিতে পারেনি। অথচ আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে পুরো টাকাই।

সংস্থার এক আধিকারিক প্রদীপ রাউথ দাবি করেন,”সংস্থার অভ্যন্তরীণ কিছু সমস্যা দেখা দিয়েছিল। তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। সমস্যা সমাধানের চেষ্টা করছি।”



Be First to Comment