বারাবনি : ট্রাক্টর থেকে নেমে জল খাওয়ার জন্য রাস্তা পেরোতে গিয়ে বেপরোয়া চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের।
বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি থানার বালিয়াপুরে। সালানপুর থানার রামডির বাসিন্দা মৃত কিশোরের নাম বদন কিস্কু (১৫)। এদিন বিকেলে আসানসোল জেলা কিশোরের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সালানপুর থানার রামডির বাসিন্দা বদন কিস্কু বারাবনি থানার ভুরাডাঙ্গাতে মামাবাড়িতে থাকতো। সে ট্রাক্টরে মাটি তোলার কাজ করতো। অন্যদিনের মতো এদিন দুপুর একটা নাগাদ বদন ট্রাক্টরে করে বালিয়াপুরে খাদানের দিকে যাচ্ছিল। বালিয়াপুরের রাস্তায় ট্রাক্টর থামিয়ে সে জল খেতে যাওয়ার জন্য রাস্তা পার করছিল। ঠিক সেই সময় আচমকা একটি চারচাকা গাড়ি বেপরোয়া ভাবে এসে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। তাতে সে দূরে ছিটকে পড়ে গুরুতর জখম হয়। এরপর তার সঙ্গীরা তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে মৃত কিশোরের মামার বাড়ি ও বাড়ির লোকেরা আসানসোল জেলা হাসপাতালে আসেন।




Be First to Comment