Press "Enter" to skip to content

রানিগঞ্জে সিপিএম প্রার্থীর ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা, কাঠগড়ায় তৃণমূল

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, রানিগঞ্জ : সিয়ারসোলের রথতলা এলাকায় সিপিএম প্রার্থী জাহানারা খানের ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোমবার রাতে এই ঘটনার পিছনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আছে বলে সিপিএম নেতৃত্বের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে। এমন ঘটনার প্রতিবাদে এলাকার সিপিএমের কর্মী ও সমর্থকরা বিক্ষোভ দেখান। যদিও শাসক দলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। খবর পেয়ে রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে।

এ প্রসঙ্গে সিপিএম নেতা সঞ্জয় প্রামাণিক বলেন, বামপন্থীদের নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থীর দেওয়াল লিখন মুছে দিয়ে নিজেদের প্রার্থীর নাম লিখেছিল ।

ঘটনায় প্রকাশ, এদিন প্রধান সড়কে লাগানো ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে। সঞ্জয় প্রামাণিক আরও বলেন, এর আগেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবুও পুলিশ প্রশাসন কেউ সাড়া দেয়নি। কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বারবার এমন ঘটনা ঘটছে।

তিনি বলেন, “আসলে ওই দুই দলই চায় না বামপন্থীরা ক্ষমতায় আসুক। কারণ তারা জানে বামপন্থীরা ক্ষমতায় এলে তাদের লুটপাটের রাজনীতি বন্ধ হয়ে যাবে। এখন আমরা আর কোন অভিযোগ করবো না। এরপর এমন ঘটনা যদি ঘটে তাহলে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাব”।

রানিগঞ্জের সিপিএম নেতৃত্বের দাবি, তাঁরা যে সকল দেওয়ালে লেখার জন্য অনুমতি নিচ্ছেন, সেখানে মানুষদের ভয় দেখানো হচ্ছে। এই বলে ভয় দেখানো হচ্ছে যে, তাদের লক্ষ্মীর ভান্ডার-সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে। সিপিএমকে দেওয়াল লিখন করতে দিলে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। তারা এর সঙ্গে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধেও সরব হয়েছেন।

যদিও এ বিষয়ে তাদের বিরুদ্ধে উঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন রানিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপেশ যাদব। তিনি বলেন, সিপিএম শুধুমাত্র প্রচারের আলোয় আসার জন্য এই ধরনের পোস্টার ছেঁড়ার কথা বলছে। তাঁর দাবি, তৃণমূল কখনও এ ধরনের পোস্টার ছেঁড়ার রাজনীতিতে বিশ্বাস করে না।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *