আসানসোল : লায়ন্স ক্লাব অফ গ্রেটারের পক্ষ থেকে আসানসোলের সাংবাদিক, শিক্ষক সহ বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিদের সম্মানিত করা হয়।
লায়ন্স ক্লাব অফ গ্রেটারের পক্ষ থেকে সহ সভাপতি গুরুদাস বিশ্বাস জানান, পুরো সেপ্টেম্বর মাস সংঘটন থেকে শিক্ষক ও ম্যাগাজিন মাস পালিত হয়ে থাকে । শিক্ষকরা সমাজ গড়ার কাজ করেন এবং সাংবাদিকরা সমাজের এগিয়ে যাবার রাস্তা দেখান, তাই সাংবাদিক ও শিক্ষকদের সম্মানিত করার প্রচেষ্টা করা হয়েছে।
এথোড়া আশ্রমের কৃপাময় মহারাজ, ফটো সাংবাদিক সন্তোষ কুমার মন্ডল, কবি তপন কান্তি মজুমদার, শিক্ষিকা অনিন্দিতা সেন ও সুভদ্রা কুম্ভকারকে সম্বর্ধনা এবং সম্মানিত করা হয়। সহ সভাপতি গুরুদাস বিশ্বাস আরও জানান, লায়ন্স ক্লাব অফ আসানসোল গ্রেটার সমাজের গরীব এবং অসহায় পরিবারের সাহায্য করতে সবসময়ই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং প্রত্যেক বৃহস্পতিবার গরীব মানুষদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করার সাথে সাথে তাদের চোখের ছানি অপারেশন করা হয়ে থাকে রাণীগঞ্জ লায়ন্স ক্লাবের পক্ষ থেকে। এছাড়া বিনামূল্যে তাদের চশমা বিতরণ করা হয়।

বিগত ৪৫ বছর ধরে লায়ন্স ক্লাব অফ গ্রেটার জনগণের পাশে থেকে তাদের সেবা করে আসছেন।




Be First to Comment