অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও বিধায়ক মদন মিত্রকে নানা ইস্যুতে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আসন্ন উপনির্বাচনের প্রচারে গিয়ে গত লোকসভা নির্বাচনে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্যে মন্ত্রী ফিরহাদ হাকিমকের সমালোচনায় সরব হন তিনি ৷
দুর্গাপুরের সঞ্জীব সরণিতে “স্বপ্ন উড়ান” পরিচালিত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি ফিতে কেটে, পরে প্রতিমার সামনে মোমবাতি ও মঞ্চে প্রদীপ জ্বালান। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা উদ্যোক্তাদের তরফে এলাকার দুঃস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়-সহ অন্যরা।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রশ্নের উত্তর দিতে গিয়ে রেখা পাত্রের নামে আপত্তিকর মন্তব্য নিয়ে রাজ্যের পুর মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে আক্রমণ করে শুভেন্দু বলেন, “গত কয়েক বছর ধরে উনি যে কথা বলেছেন, তা ভারত তথা দেশের সনাতনীদের উপর আঘাত করা ছাড়া আর কিছু নয়। তিনি বাংলার সংস্কৃতির উপর আঘাত হেনেছেন। তাঁর ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য বাংলার মানুষকে আঘাত করেছে”। মদন মিত্রকে এদিন কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর সম্পর্কে তিনি বলেন, “সারাদিন মদ খায়। একটা মাতাল।”
২০২১ সালের বিধানসভা নির্বাচনে উনি বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় না জিতলে আমি হাত কেটে দেবো। বাদ দিয়েছে কি”? দিন কয়েক আগে উপনির্বাচনে সিতাই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে সাংসদ জগদীশ বাসুনিয়া হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি বাদ দিয়ে ‘সার্জারি দাওয়াই’ দেওয়ার কথা বলেছিলেন। সেই প্রসঙ্গে এদিন শুভেন্দু পাল্টা বলেন, “দিয়ে দেখতে বলুন না। ২০২১ সালে নির্বাচনের পরে ৫৭ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। জেলে আছে ৪০০ জন। আরো ৪০০ জন জেলে যাবে”।
বাংলা আবাস যোজনা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা এদিন সরব হন রাজ্যের বিরোধী দলনেতা । তিনি বলেন, “চূড়ান্ত তালিকা প্রকাশের পর যদি দেখা যায় তাতে ধনী মানুষের নাম আছে , তাহলে বিডিও অফিসে বড় বড় তালা ঝুলবে”। রাজ্যে উঠা একাধিক দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বলতে গিয়ে একেবারে শেষে মা জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে হাত জোড় করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “রাজ্যকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মুক্তি দাও মা “।
Be First to Comment