দুর্গাপুর: শহরে বিভিন্ন এলাকায় বারে বারে ঘটে চলেছে চুরির ঘটনা। সেই চোর সন্দেহে ডিভিসি মোড় এলাকায় এক যুবককে ল্যাম্পপোস্টে দড়ি বেঁধে রেখে দেয় স্থানীয়রা।
এমন ঘটনাকে ঘিরে দুর্গাপুরের ডিভিসি মোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই যুবক এলাকার দোকানগুলি থেকে প্রতিনিয়ত বিভিন্ন জিনিস চুরি করে । সেই লোভে মঙ্গলবারও চুরি করতে এসেছিল। তখনই তারা হাতেনাতে ধরে ফেলে ।

খবর পেয়ে নিউ টাউনশিপ (এমএএমসি ) থানার পুলিশ ঘটনাস্থলে আসে । পুলিশ ওই যুবককে আটক করে নিয়ে যায়।




Be First to Comment