উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : নদীর নাব্যতা কমছে,হারাচ্ছে রায়দিঘির জেটির অবস্থান, বিকল্প ব্যবস্থার খোঁজে প্রশাসন। দিনের পর দিন নাব্যতা কমছে সুন্দরবনের রায়দিঘির জেটির। ফলে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। যার জেরে শুরু হয়েছে বিকল্প ব্যবস্থার খোঁজ।
প্রশাসন সূত্রে খবর, এই সমস্যা দূর করতে রায়দিঘি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ঠাকুরান নদীতে দমকল খেয়াঘাটের কাছে নগেন্দ্রপুরে নির্মান করা হবে নতুন জেটি।যেখানে নাব্যতা থাকবে অনেক বেশি। ফলে জোয়ার বা ভাটায় সমস্যা হবেনা। এমনিতেই রায়দিঘির জেটির অবস্থা সঙ্গীন হয়ে উঠেছে।
এই জেটি সারানোর জন্য পরিকল্পনাও রয়েছে প্রশাসনের।তবে নগেন্দ্রপুরের এই জেটি নির্মাণ হলে মৎস্যজীবীদের অনেক সুবিধা হবে।তাই এই জেটিটিকে ল্যান্ডিং সেন্টার হিসাবে ব্যবহার করা যাবে। ফলে অনেক ট্রলার সেখানে দাঁড়াতে পারবে। যেখান থেকে গভীর সমুদ্রে যাতায়াত আরও সহজ হয়ে উঠবে। এর কাছেই তৈরি করা হবে বরফ কল। যার কাজ প্রায় শেষের দিকে। ফলে মৎস্যজীবীরা খুবই উপকৃত হবেন। উপকৃত হবেন সুন্দরবনে আসা পর্যটকরাও। তাঁরা ও এই জেটি ব্যবহার করে সুন্দরবনের খুব কাছে পৌঁছে যেতে পারবেন। যেতে পারবে বনি ক্যাম্পে।

ফলে এই জেটি ভবিষ্যতে যে রায়দিঘির জেটির বিকল্প হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখেনা। আর এই নতুন জেটির হাত ধরে সুন্দরবনের পর্যটন থেকে ব্যবসা সবারই উন্নতি হবে। আর এই জেটি চালায় প্রহর গুনছে সাধারণ মানুষ থেকে সবাই।




Be First to Comment