উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : সুন্দরবনের কুলতলির ভুবনেশ্বরী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা ঘিরে উদ্বেগ এলাকায়। চারপাশে আগাছা, লতা, ঝোপে ভর্তি হাসপাতাল চত্বরে বাড়ছে বিষাক্ত সাপ ও কীটপতঙ্গের উপদ্রব। ফলে প্রাথমিক চিকিৎসার জন্য কেউ যেতে সাহস পাচ্ছেন না এই ১১ শয্যার স্বাস্থ্যকেন্দ্রে।
মৈপীঠ উপকূলের হাজার হাজার মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মূল জীবিকা মধু সংগ্রহ ও মাছ-কাঁকড়া ধরা। মাঝেমধ্যে জঙ্গলে বাঘের হানায় আহত হলেও দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেই। দীর্ঘ ৩২ কিলোমিটার পথ পেরিয়ে যেতে হয় কুলতলি ব্লক হাসপাতালে। ফলে রক্তক্ষরণে অনেকের মৃত্যু হয় মাঝপথেই।
স্থানীয়দের অভিযোগ, কয়েক কোটি টাকা খরচে গড়ে ওঠা এই স্বাস্থ্যকেন্দ্র এখন শুধুই অবহেলার ছবি। ঠিকমতো পরিষেবা মিলছে না। পঞ্চায়েত প্রধান জয়দেব প্রধান বাবলু জানান, গত শীতে সামান্য ফান্ডে আংশিক পরিষ্কার করা হয়েছিল। তবে ব্লক হাসপাতাল থেকে আরও সাহায্য পেলে কাজ সম্পূর্ণ হতো।

ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: অয়ন্তিকা মন্ডল জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর দাবি, দ্রুত আগাছা মুক্ত করে স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করুক প্রশাসন।



Be First to Comment