Press "Enter" to skip to content

সুন্দরবনের জীব বৈচিত্র বিষয়ক সচেতনতা শিবির কুলতলিতে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: এ বার সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় অভিনব উদ্যোগ নেওয়া হল। কুলতলিতে হয়ে গেল জোড়া প্রশিক্ষণ শিবির।

এই প্রশিক্ষণ শিবিরের দু’টির মূল উদ্দেশ্য হল, সুন্দরবনের মানুষের বিশেষ করে স্কুল পড়ুয়াদের মধ্যে সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে সচেতনতা তৈরি করা। বাদাবন এবং তার জীববৈচিত্র সম্পর্কে পরিচিতি গড়ে তোলার লক্ষ্যে এই অভিনব পদক্ষেপ নেওয়া হয় সুন্দরবনে। সৌজন্যে, বন্যপ্রাণ সংরক্ষণ বিষয়ক সংস্থা ‘ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া’ (ডব্লিউটিআই) এবং দক্ষিণ ২৪ পরগনার নিমপীঠ লোকমাতা রানি রাসমণি মিশন। রাষ্ট্রপুঞ্জ অনুমোদিত পরিবেশ এবং বন্যপ্রাণ সংরক্ষণ সংস্থাআইইউসিএন, রাজ্য বন দফতর এবং পঞ্চায়েত ও প্রশাসনের সহযোগিতায় ভারতীয় সুন্দরবনে প্রথম বারের মতো সুন্দরবনের দুটি প্রশিক্ষণ শিবির দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মধ্য-পূর্ব গুড়গুড়িয়া আদর্শ বিদ্যাপীঠ এবং অম্বিকানগর হরিপ্রিয়া উচ্চ বিদ্যালয়ে হয়ে গেল।

এই প্রশিক্ষণ শিবির দু’টির মূল উদ্দেশ্য হল, স্থানীয় মানুষজন বিশেষ করে স্কুল পড়ুয়াদের মধ্যে সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে সচেতনতা তৈরি করা।

এ ছাড়া সুন্দরবন গবেষক অনিমেষ সিংহের বিশেষ সহযোগিতায় সপ্তম ও অষ্টম শ্রেণির স্কুল পড়ুয়াদের নিয়ে গড়ে তোলা হয়েছে ‘টাইগার স্কাউট টিম’। যারা ওই দুই বিদ্যালয়-সহ এলাকার অন্যান্য স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে সুন্দরবনের গাছপালা, বন্যপ্রাণী নিয়ে সচেতনতা গড়ে তুলতে সাহায্য করবে।

সুন্দরবন এই প্রশিক্ষণ শিবির কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডব্লিউটিআই-এর আধিকারিক সমীরকুমার সিংহ, অভিষেক ঘোষাল, দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) মিলনকান্তি মণ্ডল, সহ-আধিকারিক (এডিএফও) অনুরাগ চৌধুরী,বন দফতরের রায়দিঘির রেঞ্জার শুভায়ু সাহা,নিমপীঠ লোকমাতা রানী রাসমনি মিশনের সম্পাদক অমিতাভ রায়, কুলতলি ও নলগোড়া বিটের বন কর্মীরা সহ কুলতলি ব্লকের যুগ্ম বিডিও সৌরভ দাশগুপ্ত, পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক মৌমিতা ঘোষ-সহ আরও অনেকে।

এই কর্মসূচির মধ্যে দিয়ে সুন্দরবনের পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়ানো হয়।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *