নিজস্ব সংবাদদাতা, আসানসোল: শহরের নাগরিকেরা আসানসোল শহরকে কেমন দেখতে চান? তাঁদের প্রাণের শহর কেমন হওয়া উচিত? তা জানতে নাগরিকদের পরামর্শ ও মত জানার এক অভিনব উদ্যোগ নিল ‘রাইজিং আসানসোল’।
এখানে পোলো গ্রাউন্ডে গত শুক্রবার থেকে শুরু হওয়া ৪০তম আসানসোল বইমেলায় ‘রাইজিং আসানসোল-এর পক্ষ থেকে একটি পরামর্শ বা সাজেশন বক্স রাখা হয়েছে। এই পরিকল্পনার পিছনে রয়েছেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তথা রাজ্য বিজেপির নেতা জিতেন্দ্র তেওয়ারি। আসানসোলবাসী তাঁদের শহরকে কেমন দেখতে চান, তা প্রকাশ করার পাশাপাশি সাজেশন বক্সের মাধ্যমে তাঁদের মূল্যবান পরামর্শ দেওয়ার জন্যই এই সাজেশন বক্স রাখা হয় ।
মেলা সূত্রে খবর, মেলার এই তিনদিনেই প্রায় ৫০০ জনেরও বেশি মানুষ এই সাজেশন বক্সে তাদের মূল্যবান পরামর্শ লিখে জমা দিয়েছেন। এই প্রসঙ্গে আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপির রাজ্য নেতা জিতেন্দ্র তেওয়ারি বলেন, ‘রাইজিং আসানসোল’-এর তরফে আসানসোল বইমেলায় এই বক্স রাখা হয়েছে।
আসানসোল শহর তাঁদের চোখে কেমন হওয়া উচিত? আসানসোল শহর কি সেই অনুযায়ী তৈরি হয়েছে না হচ্ছে ? আসানসোল শহরকে কী ভাবে একটা সুন্দর শহর করা যায়, এ সবই পরামর্শ লিখে বাক্সে জমা করতে বলা হয়েছিল বলে জানান জিতেন্দ্র তেওয়ারি। বাসিন্দারা তাঁদের মতামতে কী জানিয়েছেন, কী পরামর্শ দিয়েছেন বাক্স খুলে দেখলেই সব জানা যাবে।
Be First to Comment