কাঁকসা: পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে ভর্তি ফি হিসেবে ২৪০ টাকার পরিবর্তে ৮০০ টাকা নেওয়ার প্রতিবাদে স্কুলের ছাত্র-ছাত্রীরা পুরাতন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। এদিন পড়ুয়াদের সঙ্গে অবিভাবক এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীরাও বিক্ষোভে অংশগ্রহণ করেন।
এই বিক্ষোভের ফলে পুরাতন জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার পান্ডা জানান, অতিরিক্ত ফি সংক্রান্ত বিষয়টি তিনি পরিচালন সমিতিকে অবহিত করেছেন। তিনি বলেন, বর্ধিত ফি মূলত বিদ্যালয়ের উন্নয়নের জন্য নেওয়া হচ্ছিল। তবে অভিভাবক এবং পড়ুয়াদের আপত্তি থাকায় অতিরিক্ত ফি নেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বর্ধিত ফি বন্ধ হলে বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হতে পারে।




Be First to Comment