সদ্য মা হয়ে খুশি ইয়াসমিনা। ছবি: প্রতিবেদক
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর: সদ্য সন্তান জন্ম দিয়ে পরীক্ষা দিতে পারলেন না জয়নগরের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।
কোলে সদ্যোজাত সন্তান। হাসপাতালের বেডে শুয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারলেন না জয়নগর থানার বহড়ু গার্লস হাই স্কুলের ইয়াসমিনা গাজি নামে এক পরীক্ষার্থী। তাঁর বাড়ি বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের হাসিমপুর গ্রামে। তাঁর পরীক্ষার সিট পড়েছিল জয়নগর থানার সরবেড়িয়া টিএস সনাতন গার্লস হাই স্কুলে। গর্ভবতী অবস্থায় তিনি প্রথম দু’টি পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার রাতে হঠাৎ প্রসব যন্ত্রণা হয়। তারপর পরিবারের লোকজন তাঁকে নিয়ে জয়নগর-১ ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
রাতেই তিনি পুত্র সন্তানের জন্ম দেন। বুধবার ছিল এডুকেশন পরীক্ষা। সদ্যোজাতকে কোলে নিয়েই তাঁর হাসপাতালে পরীক্ষা দেওয়ার কথা থাকলেও শারীরিক সমস্যার কারণে সে এ দিন পরীক্ষা দিতে পারেনি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তবে আগামী যে পরীক্ষাগুলো বাকি আছে সেগুলি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইয়াসমিনা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মা ও সন্তান দু’জনেই সুস্থ আছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত এক বছর আগে জয়নগর থানা এলাকার বহড়ুর হাসিমপুর গ্রামের পাশের পাড়াতে ইয়াসমিনা গাজির বিয়ে হয়। বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন তিনি। সেইমতো এ বছর তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেন। প্রথম দু’টি পরীক্ষা তিনি ঠিকঠাক দেন কিন্তু বুধবার সন্তানের জন্ম দেওয়াতে পরীক্ষা দিতে পারলেন না। তবে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সুস্থ থাকলে আবার তিনি পরীক্ষায় বসতে পারবেন। এবং যে ক’টি পরীক্ষা বাকি আছে, সেই পরীক্ষাগুলি যাতে দিতে পারেন তার জন্য স্কুল কর্তৃপক্ষকে আবেদনও জানিয়েছেন।
এ দিকে, পরীক্ষা দিতে না পারলেও সদ্য মা হয়ে খুশি ইয়াসমিনা।
Be First to Comment