সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন বেলথরিয়া। নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, পুরুলিয়া: আগামী ১০ মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেডে জনগর্জন সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকে। বুধবার বিকেল ৪টে নাগাদ কাশীপুরের বাজার মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন বেলথরিয়া-সহ পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কালীন্দ্রনাথ মান্ডি। এ ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কাশীপুর ব্লক সভাপতি সুদেব হেমব্রম-সহ তৃণমূল যুব কংগ্রেসের কাশীপুর ব্লক সভাপতি রাজীব মাহাতো ও অন্যরা।
আগামী ১০ মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের জনগর্জন ও সভাকে সাফল্যমন্ডিত করে তুলতে অনুষ্ঠিত হওয়া এ দিনের এই প্রস্তুতি সভার সভা মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় কটাক্ষ করেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক। এ দিন তিনি বলেন, “এই বিজেপি সরকার পুরো দেশকে বিক্রি করে দেবে। তাই এ বারের এই লোকসভা নির্বাচনে আপনাদের এই জনবিরোধী বিজেপি সরকারকে দেশ থেকে তাড়াতে হবে। বিগত পাঁচ বছরেই পুরুলিয়ায় এই বিজেপির সাংসদ এবং বিধায়করা একটাও কাজ করেনি। জনগণের জন্য সরকারের দেওয়া টাকা তাঁরা নিজেরা খেয়ে নিয়েছে। আর আমাদের সরকার মানুষদের যেটা প্রতিশ্রুতি দেন সেটা বাস্তবে করে দেখায়।”
Be First to Comment