প্রবোধ দাস , পুরুলিয়া: জেলার হুড়া ব্লকের হিজুলী গ্রামে ইফতার পার্টিতে সামিল হলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু।
শনিবার হিজুলী গ্রামের বড় মসজিদ সংলগ্ন স্থানে একটি বেসরকারি স্কুলের সামনে আনুষ্ঠানিক ভাবে যে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ঠ সমাজসেবী সুভাষ মাহাতোর উদ্যোগে এ দিন যে ইফতার পার্টিটি অনুষ্ঠিত হয়। যেখানে রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু ছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো-সহ বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু, দলদলী গ্রামপঞ্চায়েতের প্রধান আলোমনি মাহাতো, এলাকার বিশিষ্ট সমাজসেবী সুভাষ মাহাতো ও বাণীব্রত মণ্ডল এবং অন্যরা।
এ দিন মন্ত্রী সন্ধ্যারানি টুডু জানান, “এই ইফতার পার্টিতে সামিল হতে পেরে খুব ভালো লাগছে। ইফতার পার্টিতে সামিল হয়ে সংখ্যালঘু ভাই-বোনদের সঙ্গে সময় কাটালাম, পাশাপাশি তাঁদের বিভিন্ন সমস্যার কথা শুনলাম। আগামীদিনে সেগুলো যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করব।”
অন্যদিকে বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু বলেন, “দলীয় কর্মসূচির মাঝেই এই ইফতার পার্টিতে সামিল হয়ে খুব ভালো লাগল। গ্রামের মানুষজনদের বিভিন্ন সমস্যার কথা শুনলাম।”
Be First to Comment