ঢালাই রাস্তার নির্মাণ কাজের শুভ সূচনা। নিজস্ব ছবি
সংবাদদাতা: পুরুলিয়া জেলার নিতুড়িয়া ব্লকের রায়বাঁধ অঞ্চলে পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে ঢালাই রাস্তার নির্মাণ কাজের শুভ সূচনা করা হল মঙ্গলবার।
এলাকাবাসীর উপস্থিতিতে রায়বাঁধ গ্রামপঞ্চায়েত কার্যালয় থেকে মনোগ্রাম পর্যন্ত এই ঢালাই রাস্তার নির্মাণ কাজের শুভ সূচনা করেন নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ যাদব।
এ ছাড়াও উপস্থিত ছিলেন রায়বাঁধ গ্রাম পঞ্চায়েতের প্রধান উমারানি মাহাতো, গুনিয়াড়া গ্রামপঞ্চায়েতের উপ-প্রধান গুনারাম গোপ, জেলা পরিষদ সদস্য বাবুজান হেমব্রম-সহ অন্যরা।
Be First to Comment