প্রবোধ দাস, পুরুলিয়া: আরজি কর কাণ্ডে অপরাধীদের ফাঁসির দাবি সহ সিবিআই তদন্ত দ্রুততার মধ্যে সম্পন্ন করার দাবিতে এবার অবস্থান বিক্ষোভে সামিল তৃণমূল কংগ্রেস।
রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি শনিবার পুরুলিয়া জেলার কাশীপুর ব্লক এলাকাতেও যে অবস্থান-বিক্ষোভের সামিল হল কাশীপুর ব্লক তৃণমূল কংগ্রেস। এ দিন কাশীপুর বাজার মোড়ে যে অবস্থান-বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা।
উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন বেলথরিয়া সহ কাশীপুর ব্লকের সমস্ত অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মীরা।

এদিনের এই অবস্থান বিক্ষোভে সামিল হয়ে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলঘড়িয়া বলেন, কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনায় আমরা সকলেই চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। অন্যদিকে এই ঘটনাটিকে নিয়ে যেভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো বাংলাকে অশান্ত করতে চাইছেন সেটাকে ধিক্কার জানাই।




Be First to Comment