Press "Enter" to skip to content

শুক্রবার সকালে ঘাঘরবুড়ি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করবেন আসানসোলের বিজেপি প্রার্থী

প্রার্থী ঘোষণার পর জেলা সভাপতির সঙ্গে মিষ্টি মুখ করেন দলের নেতা ও কর্মীরা। নিজস্ব ছবি

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : সমস্ত জল্পনার অবসান। আসানসোল বিজেপি প্রার্থী হলেন ভূমিপুত্র সুরিন্দর সিং বা এসএস আলুওয়ালিয়া প্রার্থী। দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য তাঁর নাম প্রার্থী হিসাবে ঘোষণা করতেই উজ্জীবিত বিজেপি ।

বর্ধমান-দুর্গাপুরের প্রাক্তন সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে আসানসোল থেকে প্রার্থী করা নিয়ে গত কয়েক দিন ধরে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত বেশ কিছুটা দেরিতে হলেও এদিন আসানসোলের বিজেপির প্রার্থীর নাম ঘোষণা করা হল। তাঁর নাম ঘোষণা হওয়ার পরে দিল্লি থেকে ফোনে এক সাক্ষাৎকারে এসএস আলুওয়ালিয়া বলেন, “এখন দিল্লিতে আছি। বৃহস্পতিবার আসানসোলে আসছি। জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি।”

তাঁর আরও বক্তব্য, “দল আমাকে যোগ্য মনে করে আসানসোল কেন্দ্রে আমাকে প্রার্থী করেছে।” এ দিকে, দলের প্রার্থীর নাম ঘোষণা হতেই আসানসোলে দেওয়াল লেখার কাজ এ দিন দুপুরেই শুরু করে দেন বিজেপির নেতা ও কর্মীরা।

জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় ও জেলা সম্পাদক অভিজিৎ রায়ের উপস্থিতি আসানসোলের কল্যাণপুরে দেওয়াল লেখা শুরু হয়। জেলা সভাপতির সঙ্গে মিষ্টি মুখ করেন দলের নেতা ও কর্মীরা। একইভাবে দল বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ও দলের প্রার্থীকে স্বাগত জানান।

জেলা সভাপতি বলেন, “প্রার্থীর সঙ্গে কথা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চারটের সময় তিনি দিল্লি থেকে অন্ডালে কাজি নজরুল ইসলাম বিমানবন্দরে আসবেন। সেখানে আমরা তাকে স্বাগত জানাব। তিনি এরপর দূর্গাপুরের বাড়িতে যাবেন। সেখানে তার সঙ্গে আমরা প্রাথমিক একটা আলোচনা করব।”

শুক্রবার সকালে তিনি আসানসোলের ঘাঘরবুড়ি মন্দিরে পুজো দিয়ে জোরদার প্রচার শুরু হয়ে যাবে ।

অন্যদিকে, আসানসোলে বিজেপির প্রার্থী নিয়ে কটাক্ষ করেছেন প্রধান দুই বিরোধী দল তৃণমুল কংগ্রেস ও সিপিএম। তৃণমুল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, বিজেপি কাকে প্রার্থী করবে, সেটা তাদের দলের ব্যাপার। তবে যাঁকে প্রার্থী করা হয়েছে, তিনি গত ৫ বছর দুর্গাপুর বর্ধমানের সাংসদ ছিলেন। সেখানে তিনি এত কাজ করেছেন যে, দল তাঁকে ওই কেন্দ্রে আর প্রার্থী করল না।

সিপিএমের পার্থ মুখোপাধ্যায় বলেন, কোন দলের কে প্রার্থী হলেন, তা নিয়ে আমাদের কোনও মাথা ব্যাথা নেই। আমাদের প্রার্থী জাহানারা খান রাস্তায় নেমে অনেক আগে থেকেই প্রচার শুরু করছেন।

প্রসঙ্গত, সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া এর আগে দুবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৪ সালে দার্জিলিং ও ২০১৯ সালে বর্ধমান দুর্গাপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। বিজেপি তাকে টানা তৃতীয়বারের জন্য এবার প্রার্থী করেছে। এবার নিজের জন্মস্থান আসানসোল থেকে টিকিট পেয়েছেন তিনি। আসানসোলের অদূরে রানিগঞ্জের জেকে নগরে তার শৈশব কেটেছে। আসানসোলের জহরমল জালান স্কুলের প্রাক্তন ছাত্র তিনি। আসানসোলেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এসএস আলুওয়ালিয়া।

পাশাপাশি তিনি রানিগঞ্জের তৃণমুল কংগ্রেসের বিধায়ক তথা আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ (আড্ডা)-র চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়ের নিকটাত্মীয়।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *