অনলাইন কোল ফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : কোনো রকম মিছিল বা শোভাযাত্রা না করে একবারে সাদামাটা ভাবে মঙ্গলবার সকালে আসানসোলে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া।
এদিন তিনি সকালে সাড়ে এগারোটা নাগাদ হাতে গোনা জনা কয়েক নেতাদেরকে সঙ্গে নিয়ে জেলাশাসকের কার্যালয়ে আসেন। বেলা বারোটার পরে পদ্ম প্রার্থী জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিইও এস পোন্নাবলমের কাছে নিজের মনোনয়ন পত্র জমা করেন।
এইসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মনিকা সিং আলুওয়ালিয়া, ছেলে রৌনক সিং আলুওয়ালিয়া, জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় ও কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দার। এ ছাড়াও ছিলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি, ইলেকশন এজেন্ট প্রশান্ত চক্রবর্তী, তাপস রায়, কাউন্সিলর গৌরব গুপ্ত।

উল্লেখ্য, মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সোমবার সন্ধ্যায় আসানসোল শহরে জেলা বিজেপির তরফে দলের প্রার্থীর সমর্থনে একটি ৱ্যালি করা হয়েছিলো।




Be First to Comment