অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, কুলটি : আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারিকে সঙ্গে নিয়ে আসানসোল লোকসভা কেন্দ্রের কুলটি বিধানসভায় শুক্রবার প্রচার করলেন বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া।
এদিন, কুলটির ডিসেরগড় বিজেপি কার্যালয় থেকে হুড খোলা গাড়িতে চেপে আসানসোল লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া ও বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা প্রথমবার মোটরবাইক মিছিল করেন।
তাদের সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ও। সেই মিছিল এসে শেষ হয় ছিন্নমস্তা মন্দিরে।
সেখানে সবাইকে নিয়ে পুজো দেন এসএস আলুওয়ালিয়া।

পরে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী বলেন, এই নির্বাচন দেশের সরকার গঠন ও প্রধানমন্ত্রী ঠিক করে। দেশের দিশা ও দশা কেমন হবে, তা এই নির্বাচনের মধ্যে দিয়ে পরিষ্কার হয়।
তিনি আরও বলেন, গত ১০ বছর ধরে কেন্দ্রের বিজেপি সরকার রয়েছে। তৃতীয়বারের জন্য আবারও কেন্দ্রে বিজেপি সরকার আসতে চলেছে। তাঁর দাবি, এবারে বিজেপি একাই পাবে ৩৭০ টি আসন। এনডিএ এবার ৪০০ পার করবে। তিনি এদিনও মনে করান যে, এই নির্বাচন ব্যক্তিগত লড়াইয়ের জায়গা নয়। এটা আদর্শের লড়াই।
জিতেন্দ্র তেওয়ারি বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব আসানসোলে একজন অভিজ্ঞতা রয়েছেন, এমন মানুষকে প্রার্থী করেছেন। এটা দরকার ছিল। যে কোনও পদ্ম প্রার্থী আমাদের। তাকে জেতাতে হবে।
কুলটি ও বারাবনির ঘটনা নিয়ে তার বক্তব্য, সবাই চাইছেন, প্রার্থী তার কাছে আসুন। কারণ তিনি ঘরের ছেলে। তারজন্য অতি উৎসাহে কেউ কিছু ঘটনা ঘটিয়ে ফেলছেন। ওইসব কিছু না। আর তাতে তৃনমুল কংগ্রেস উৎসাহিত হচ্ছে। কিন্তু কোনও লাভ নেই।
পাশাপাশি এদিন এসএস আলুওয়ালিয়া ডিসেরগড় এলাকায় বিজেপি কর্মী ও সমর্থকদের সঙ্গে একটি কর্মীসভাও করেন এবং সকলকে মূল্যবান পরামর্শ দেন ।




Be First to Comment