জামুড়িয়া: বৃহস্পতিবার জামুড়িয়া থানায় একটি বৈঠক চলাকালীন শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাদ মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়। এই সেই পুলিশ অফিসার যিনি রানিগঞ্জের সেনকো গোল্ড সোনার দোকানে ডাকাতির দিনে নিজের জীবন বাজি রেখে ডাকাতদলের সঙ্গে একাই গুলির লড়াই করে একজন ডাকাতকে গুলিবিদ্ধ করতে সমর্থ হন এবং ডাকাতদের পালিয়ে যেতে বাধ্য করেন । তারফলে বিশাল সাফল্য পায় আসানসোল দুর্গাপুর পুলিশ। রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনার পর নিরাপত্তার অভাবে ভুগছেন ছোটো থেকে বড় ব্যবসায়ীরা ।
রানিগঞ্জ ও হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ব্যবসায়ী মহলে।এই নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার জন্য বৃহস্পতিবার জামুড়িয়া থানায় এলাকার সমস্ত সোনার দোকানদার, পেট্রল পাম্প মালিক, ব্যাঙ্কের অফিসার-সহ বিভিন্ন ছোট-বড় ব্যাবসায়ীদের নিয়ে এক বৈঠক করা হল জামুড়িয়া থানায়।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সি আই সুসান্ত চ্যাটার্জী, জামুড়িয়া থানার ওসি রাজশেখর মুখার্জী, শ্রীপুর ফাঁড়ি আই সি মেঘনাথ মণ্ডল, চুরুলিয়া ফাঁড়ি আইসি শিতল নাগ, সাব ইন্সপেক্টর মিহির কুমার দে, শির্ষেন্দু দাস, সান্তুনু অধিকারী, চরন বাউরী, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সম্পাদক তথা বর্তমান চেম্বারের পরামর্শদাতা অজয় খৈতান, চেম্বারের বর্তমান সম্পাদক মহেশ সাওয়াড়িয়া,জামুড়িয়া স্টিল অয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি পবন কুমার আগারওয়াল-সহ এলাকার বিভিন্ন ব্যাবসায়ীরা।বৃহস্পতিবার এই মিটিং চলাকালীন শ্রীপুর ফাঁড়ি আধিকারিক মেঘনাদ মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়।




Be First to Comment