উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন : ঝড়খালিতে বাঘের জন্য এই তীব্র গরমে বিশেষ যত্নের ব্যবস্থা নেওয়া হল।বৈশাখের এই গরমে ‘ত্রাহি…ত্রাহি’ রব তুলছে সব মানুষ। চিড়িয়াখানা বা পুনর্বাসন কেন্দ্রে খাঁচাবন্দি প্রাণীদের অবস্থা তো আরও বেহাল। গরমে কাহিল হয়ে পড়ছে তারা। যেহেতু কৃত্রিম পরিবেশে খাঁচাবন্দি তারা, তাই আরও বেহাল অবস্থা।এই পরিস্থিতিতে ঝড়খালির সুন্দরবন ওয়াইল্ড আনিম্যাল পার্কে প্রতিবছরের মতো এ বছর ও বাঘেদের ঠান্ডা রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হল।
ঝড়খালি পুনর্বাসন কর্তৃপক্ষ সূত্রে জানা গেল, দু’বেলা পাইপের মাধ্যমে জল ছিটিয়ে তাদের স্নান করানো হচ্ছে নিয়মিত। এছাড়া ওআরএস পাউডার জলে গুলে খাওয়ানো হচ্ছে।যাতে কোন ভাবে তাদের জলশূন্য না হয়ে যায়।এছাড়া বাঘেদের খাঁচার সামনে বিশালাকার স্ট্যান্ড ফ্যান রাখা হয়েছে।তার সাহায্যে খাঁচার মধ্যে বাতাসের ব্যবস্থা ও করা হয়েছে। এনক্লোজারের মধ্যে তাদের স্নান করার জন্য তৈরি করা হয়েছে বাথ টাব।দক্ষিন ২৪ পরগনা জেলা বন দফতর ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘেদের পরিচর্যায় কোনও ত্রুটি রাখছে না।
এছাড়া বাঘেদের স্নানের জন্য প্রাকৃতিক পুকুর তো তাদের এলাকাতে রয়েছে। এছাড়া এনক্লোজারের মধ্যে ছায়ারও ব্যবস্থা করতে ছাউনিও করা হয়েছে।ওআরএস, ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে।পার্ক কর্তৃপক্ষের তরফে নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া হচছে।আর সেইমতো চলছে দক্ষিণরায়দের পরিচর্যা।

ঝড়খালির সুন্দরবন ওয়াইল্ড আনিম্যাল পার্ক সুপার ভাইজার দীপঙ্কর সরকার বলেন,ডাক্তারবাবুদের পরামর্শ মেনেই বাঘেদের নিয়মিত স্নান করানো হচ্ছে। ভিটামিন এ ডি থ্রি সাপ্লিমেন্ট এবং ওআরএস দেওয়া হচ্ছে নিয়মিত। সারাদিনে দু’বার করে আমরা স্নান করাই। এছাড়া ক্লোজারে বাথ টাব জল রাখা থাকছে সব সময়।’ বাঘ গুলিকে সব সময় পর্যবেক্ষণ রাখা হচ্ছে।এই গরমের সময় বাঘেদের হজমশক্তি কমে যায়।তাই তাদের হজম শক্তির সাথে মানানসই হালকা খাবার সরবরাহ করা হচ্ছে।




Be First to Comment