নিজস্ব সংবাদদাতা: পুরুলিয়া রেল স্টেশনে এক সাংবাদিক সম্মেলন করেন আদ্রা ডিআরএম। দক্ষিণ পূর্ব রেল যাত্রীদের সুবিধার্থে পুরুলিয়া লোকসভা এলাকায় পরিকাঠামোগত উন্নয়নে জোর দিচ্ছে দক্ষিণ পূর্ব রেলওয়ে।
পুরুলিয়া জেলার সিংহভাগ অংশ দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের অধীনে রয়েছে। শনিবার একটি সাংবাদিক সম্মেলন করে আদ্রার ডিআরএম সুমিতকুমার নারুলা বলেন, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এলাকায় বিপুল উন্নয়ন করা হচ্ছে রেলের পক্ষ থেকে। পুরুলিয়া লোকসভা এলাকায় রেলের উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে ২১৮ কোটি ৭৮ লক্ষ টাকা। বাঁকুড়া এলাকার জন্য ১১০ কোটি ১৬ লক্ষ টাকা এবং বিষ্ণুপুর লোকসভা এলাকার জন্য ১২৯ কোটি ১৩ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।
তিনি জানান, এই টাকা দিয়ে মূলত অমৃত ভারত স্টেশন, রোড ওভার ব্রিজ, রোড আন্ডার ব্রিজ নির্মিত হবে। পুরুলিয়া শহরের গোশালার রোড ওভারব্রিজের জন্য ৪৯ কোটি ১৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।

২৬ ফেব্রুয়ারি দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পগুলির শিলান্যাস করবেন। বেশ কিছু প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি। এদিন ডিআরএমের সঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র ডিসিএম-সহ উচ্চ পদস্থ রেল আধিকারিকরা। এ ছাড়াও একাধিক প্রকল্পের উদ্বোধন হতে চলেছে সারা ভারত জুড়ে।




Be First to Comment